জোলাইবাড়ী কমিউনিটি হলে মন্ডলের কার্যকারিনী বৈঠক

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৬ মে || জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে বামেদের অপশাসন থেকে মুক্তি দিয়েছে বিজেপি মন্ডল সভাপতি অজয় রিয়াং। তিনি বিজেপি’র প্রদেশ নেতৃত্বদের জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রটি জয়ি করে উপহার দিয়েছেন। অপরদিকে রাজ্য সরকারের পক্ষ থেকেও জোলাইবাড়ী বিধানসভার জন্য উপহারসরূপ মন্ত্রী দিয়েছেন। বর্তমান সময়ে জনপ্রীয় মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও জোলাইবাড়ীবাসীর জনপ্রীয় মন্ডল সভাপতি অজয় রিয়াং এর নেতৃত্বে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। উন্নয়নের পাশাপাশি সংগঠনকে শক্তশালী করে গড়ে তুলতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মন্ডল সভাপতি অজয় রিয়াং। মন্ডল সভাপতির উদ্দ্যোগে বিগতদিনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে বুথ সক্তিকরণ অভিযান করা হয়।
শুক্রবার জোলাইবাড়ী কমিউনিটি হলে বিজেপি মন্ডলের নেতৃত্বদের নিয়ে অনুষ্ঠিত হয় কার্যকারিনী বৈঠক। এই কার্যকারিনী বৈঠকের মূল লক্ষ্য সংগনকে আরো শক্তিশালী করে গড়ে তোলা ও আসন্ন লোকসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করে কেন্দ্রীয় নেতৃত্বদের উপহার দেওয়া। এই লক্ষকে সামনে রেখে কাজ করে যাচ্ছে মন্ডল সভাপতি অজয় রিয়াং। এই বৈঠকের মাধ্যমে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার লোকজনের উন্নয়নের স্বার্থে কি কি কাজ করছেন তার বিস্তারিত তথ্যও তুলে ধরেন। বিজেপি’র উদ্দ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, মন্ডল সভাপতি অজয় রিয়াং, প্রদেশ বিজেপি’র সহ সভাপতি কমল কান্তি সেন, এম ডি সি সঞ্জীব রিয়াং, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌধুরী সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*