আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মে || ককবরক ভাষাকে রোমান হরফে স্বীকৃতি দেবার দাবীতে শুক্রবার আগরতলার সার্কেট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশের সামনে টি এস এফ’র পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এদিনের এই কর্মসূচি থেকে টি এস এফ’র পক্ষ থেকে তারা দাবি তুলেন অতিসত্বর ককবরক ভাষাকে রোমান হরফে স্বীকৃতি দেওয়া হোক। অন্যথায় আগামী দিনে তারা রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।
এদিন টি এস এফ’র এই কর্মসূচিতে আচমকাই এসে যোগ দেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেব বর্মণ।