১৫ দফা দাবীতে কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন ও জি এম পি’র ডেপুটেশন

গোপাল সিং, খোয়াই, ২৬ মে || ১৫ দফা দাবীসনদের ভিত্তিতে শুক্রবার সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন ও উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসক কেশব কর তিনটি সংগঠনের দাবীসনদ সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেন ও দাবীসনদের প্রতি সহমত পোষণ করে এ বিষয়ে যথাযথ ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেন। ডেপুটেশন প্রদানের সময় তিনটি সংগঠনের পক্ষে প্রতিনিধিদলে ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা সভাপতি আলয় রায়, জেলা সম্পাদক সুভাষ নাথ, কৃষক নেতা মনোজ দাস, ক্ষেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক অজয় ঘোষ ও গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পদ্ম কুমার দেববর্মা ও সংগঠনের নেতা অরুণ দেববর্মা।
তিনটি সংগঠনের পক্ষে উত্থাপন করা দাবীসনদের মধ্যে উল্লেখযোগ্য হলো, নির্বাচনোত্তর সন্ত্রাসে ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারী ক্ষতিপূরণ প্রদান করা, বেআইনীভাবে কৃষিজমি ও পুকুর ভরাট করার প্রবণতা রোধ করে খাদ্য ও মাছের সংকট থেকে উত্তরণের উপায় বের করা, প্রকৃত কৃষকদের সার, বীজ ও কীটনাশক ঔষধ সরকারী ভাবে সরবরাহ করা, পুণরায় এস আর আই পদ্মতির ধানচাষ চালু করা, অকেজো ও বিকল উৎসগুলোর সংস্কার করে জলসেচের ব্যাবস্থা করা, গাভী প্রজননের প্রক্রিয়া পুণরায় চালু করা, কৃষি কাজে রেগা ও টুয়েপ প্রকল্পের শ্রমদিবস ব্যবহারের সুযোগ দেওয়া, হাতি, বানর ও ইঁদুরের উৎপাত থেকে কৃষকের ফসল রক্ষা করার জন্য প্রয়োজনীয় কার্য্যকরী উদ্যোগ নেওয়া ও ক্ষতিগ্রস্ত কৃষকদের এককালীন সরকারী ক্ষতিপূরণ প্রদান করা, সেচ ব্যবস্থার অপ্রতুলতা ও প্রাকৃতিক দুর্য্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারী সহায়তা প্রদান করা, উপজাতি এলাকায় ধান ক্রয় কেন্দ্রের ব্যবস্থা করা, জুমচাষীদের বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক ঔষধ সরবরাহ করা ও বনাধিকার স্বত্বে প্রাপ্ত জমি থেকে কৃষকদের উচ্ছেদের প্রক্রিয়া বন্ধ করা ইত্যাদি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*