বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৬ মে || স্থানীয় ব্যাক্তির কাছে বকুনি খেয়ে ঋনের দায়ে আত্মহত্যার পথ বেছে নিলো এক ব্যাক্তি। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার শান্তিরবাজার থানার নিকট শান্তিরবাজার জেলা হাসপাতালের চিকিৎসক কৌশিক মজুমদার খবর দেন বীরচন্দ্র এলকা থেকে এক ব্যক্তির মৃতদেহ নিয়ে আসা হয়েছে। জানা যায়, বিষ পানে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে। এই মৃত্যু নিয়ে পরিবারের লোকজনের কাছথেকে জানা যায়, মৃত ব্যক্তির নাম সুব্রত দে (৪৫)। জানা যায়, সুব্রত দে এই এলাকার বাসিন্দা সুধীর বর্মনের নিকট উনার রাবার বাগান ২ লক্ষ ৩০ হাজার টাকার বিনিয়ময়ে বন্ধক দেন। পরর্তীসময় সুধীর বর্মন সুব্রত দে’র নিকট টাকা চাওয়াতে সুব্রত দে টাকা ফিরিয়ে না দেওয়াতে লোকজনের সামনে গালি গালাজ করে বলে অভিযোগ পরিবারের লোকজনদের। এই অপমান সহ্য না করতে পেরে ঋনের দায়ে সুব্রত দে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে অভিমত পরিবারের লোকজনদের।
অপরদিকে এই আত্মহত্যার বিষয়ে শান্তিরবাজার থানার এস আই সুজিত সরকার জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজের হাতে তুলে দেওয়া হবে। সুব্রত দে’র অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।