আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মে || শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে দেখা করতে আসেন এসটিজিটি ছাত্রছাত্রীরা। তারা জানায়, অনেকদিন ধরে পাস করে বসে আছেন এসটিজিটি ছাত্রছাত্রীরা, হচ্ছে না চাকুরি। বিভিন্ন সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে দেখা করতে চেয়েছেন কিন্তু এখন অব্দি দেখা হয়নি উনার সাথে।