পুলিশ কনষ্টেবলের হতে আক্রান্ত ৫৮ বছরের এক ব্যাক্তি

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৬ মে || বেতাগায় পুলিশ কনষ্টেবলের হতে আক্রান্ত ৫৮ বছরের এক ব্যাক্তি এমনটাই অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা বাজার সংলগ্ন এলাকায় বিকাশ মজুমদার নামে এক ব্যক্তির উপর অতর্কিত ভাবে হামলা শুরু করে বিশ্বজিৎ দাস নামে এক ব্যাক্তি। জানা যায়, বিশ্বজিৎ দাস পেশায় পুলিশ কনষ্টেবল। পুলিশের চাকরি করার সুবাদে সে নিজেকে আইনের উর্ধে মনে করে বলে অভিযোগ। স্বশুর বাড়ীর সম্পতির বিবাদে এই হামলা বলে জানা যায়। সম্পতির লোভে বিশ্বজিৎ দাস শ্বশুরবারীর পাশ্ববর্তী এলাকার বাসিন্দা ৫৮ বছরের বয়ষ্ক পুরুষের গায়ে হাত তুলে বলে অভিযোগ। এই নিয়ে আক্রান্ত ব্যক্তি শান্তিরবাজার থানায় এক লিখিত মামলা দায়ের করে। জানা যায়, আক্রমনকারী পুলিশ কনষ্টেবল শান্তিরবাজার থানায় গিয়ে কাউন্টার কেইস করেন। তিনি আরক্ষা দপ্তরের কর্মী হবার সুবাদে আইনকে নিজেরমতো পরিচালনা করতে চাইছে। কনষ্টেবল বিশ্বজিৎ দাস বিগত দিনে শান্তির বজার থানায় কর্মরত থাকার সুবাদে থানাবাবুদের সঙ্গে ভালো পরিচয় ছিলো। তাই তিনি থানাবাবুদের এই কেইসে আক্রান্ত ব্যক্তির বিরুদ্ধে আইনকে কাজে লাগানোর পরামর্শদেন বলে জানাযায়। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠতদন্তে এবং ঘটনার সাথে জরিতদের শাস্তি প্রদানে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*