আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মে || বাংলা সাহিত্য-সংস্কৃতি জগতে অন্যতম প্রাণ পুরুষ তথা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪’তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এক ‘প্রভাতী কবি প্রণাম’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও অন্যান্যরা।
মানবতাবাদের জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখনী আজও অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে প্রাণে বিশ্বাস করেন বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।