বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৬ মে || শান্তিরবাজার মহকুমা ভিত্তিক নজরুল জন্ম জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাইখোড়া কমিউনিটি হলে। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, শান্তিরবাজার পৌর পরিষদের কাউন্সিলার নেপাল চন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবী মনিন্দ্র বিশ্বাস, রতন বৈদ্য সহ অন্যান্যরা।
এই অনুষ্ঠানে সবচেয়ে নজরকারা দিক গুলো হলো মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার উপস্থিতিতে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বাইখোড়া কমিউনিটি হলে হল ভর্তি লোকসমাগম ঘটে। শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে এইধরনের মহকুমা ভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলে লোকসমাগম হয় না বললেই চলে। অনুষ্ঠানে শুধুমাত্র যারা নাচ গানে অংশগ্রহন করে তারা ও তাদের অভিবাবক ছারা আর কাউকে দেখা যায় না। কিন্তু এই অনুষ্ঠানটিকে বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার উদ্দ্যোগে বাইখোড়ায় করাতে ব্যাপক হারে লোকসমাগম ঘটে। সকলে চাইছে এইধরনের অনুষ্ঠান বাইখোড়া ও জোলাইবাড়ীতে করা হোক। এতেকরে লোকজনের পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহনকারী ক্ষুদে শিল্পীদের আগ্রহ বারবে। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার উদ্দ্যোগে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের যে সার্বিক বিকাশ ঘটছে তা এদিনের লোকসমাগম দেখে বোঝা যায়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের উদ্ভোধক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করলেন। তার পাশাপাশি আগামীদিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলকে বিশেষ আহব্বান জানান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।