দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৭ মার্চ ।। আসন্ন ADC নির্বাচনকে সামনে রাজ্যে জোড়দার রাজনৈতিক তৎপরতা চলছে। পাহাড় থেকে সমতলে চলছে জল্পনা কল্পনা। ক্ষমতাসীন থাকার সুবাদে ইতিমধ্যেই প্রচারে অন্যদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। অন্যরা যখন ঘর গুছিয়ে নামের তালিকা তৈরিতে হিমসিম খাচ্ছেন সেই ক্ষেত্রে প্রতিবারের মতো এবারেও বামফ্রন্ট সর্ব প্রথম ADC নির্বাচনের ভোট প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে শুক্রবার। রাজ্য সদর দফতরে আয়োজিত সাংবাদিক সন্মেলনে পার্টির রাজ্য সম্পাদক বিজন ধর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বামফ্রন্টের প্রার্থী তালিকায় এবার নতুন ৬টি মুখের আমদানি হয়েছে। যাদের মধ্যে ৩ জন মহিলা। ADC তে জয়ের ব্যাপারে বামফ্রন্ট নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যাশা ব্যাক্ত করেছেন। বামফ্রন্টের CPI(M) শরীক দল গুলোকে আসন বন্টন করেছে।