আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে || সর্বভারতীয় সিলেটি ফোরামের পক্ষ থেকে শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়। এদিন এই ফোরামের নতুন কমিটি গঠন করা হয়। পাশাপাশি আগামী দিনে বিভিন্ন কাজ ও কর্মসূচী নিয়ে সিলেটি ফোরামের বিভিন্ন শাখা ও সদস্যদের নিয়ে আলোচনা করা হয়। এদিন সিলেটি ফোরামের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেটি ফোরামের সদস্য সদস্যারা।
এদিন এই নতুন এডহক কমিটিতে সভাপতি হয় সুনির্মল দেব, সহ-সভাপতি হয় শ্রীকান্ত নাথ, সম্পাদক চৈতালী ভট্টাচার্য, সহ-সম্পাদক সুদীপ নাথ, কোষাধ্যক্ষ সুমিত্রা দেব, সহ-কোষাধ্যক্ষ রাখি বণিক সহ সাধারণ সদস্য সদস্যরা রয়েছেন এই কমিটিতে।