বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৭ মে || শান্তিরবাজারের সব্জী বাজারের ড্রেইন নির্মানের কাজ নিম্নমানের করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার বিবরণে জানা যায়, রাজ্য সরকারের আর্থিক সহযোগীতায় শান্তিরবাজারে সব্জী বাজার সংলগ্ন এলাকায় সেড ঘর নির্মান করা হয়েছে। এই সেড ঘরের পাশ্ববর্তী জায়গায় ড্রেইন নির্মানের কাজ করছে একই ঠিকেদার। স্থানীয় লোকজনের অভিযোগ এই ঠিকেদার নিম্নমানের কাজ করে যাচ্ছে। এতেকরে ভেঙ্গে পরছে ড্রেইন। জানা যায়, এই ঠিকেদার বিগতদিনেও শান্তিরবাজার সব্জী বাজারের সেডঘর নির্মানে নিম্নমানের কাজ করাতে ছাঁদ বেয়ে জল পরতো। বর্তমানে একই কায়দায় নিম্নমানের কাজ করে সরকারি অর্থ নয়ছয় করে রাতারাতি বরলোক হবার আশা করছে ঠিকেদার। স্থানীয় লোকজনেরা চাইছে প্রসাশন যেন এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহন করে এবং কাজের গুনগত মান বজায় রেখে সেড ঘর ও ড্রেইন নির্মান করার জন্য বিশেষ আহব্বান জানান স্থানীয়রা।