“আমার জীবন আমার স্বচ্ছ শহর” প্রকল্পে ভ্রাম্যমান সংগ্রহ করা গাড়ির শুভ সূচনা করেন মেয়র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে || কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে SBM-U 2.0 এর আওতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক জাতীয় কর্মসূচি অঙ্গ হিসেবে “আমার জীবন আমার স্বচ্ছ শহর” প্রকল্পে নগরবাসীদের নিকট হতে পুরনো প্লাস্টিক দ্রব্য, পুরনো বই, পুরনো জুতো ও পুরনো কাপড় ব্যবহার যোগ্য পণ্য সামগ্রী ধারাবাহিক ভাবে গ্রহণ করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শনিবার রাজধানীর দুর্গা চৌমুহনিস্থিত বিপনী বিতানের সঙ্গে আগরতলা পুর নিগমের উদ্যোগে মডেল আর আর আর সেন্টারের উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার। এই ধরনের Collection সেন্টারকে RRR বলা হয়। যার অর্থ Reduce Reuse and Recycle। শনিবার সবুজ পতাকা নেড়ে এই ভ্রাম্যমান সংগ্রহ করা গাড়ির শুভ সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*