বন্যহাতির আক্রমণের হাত থেকে পরিত্রানের দাবীতে জাতীয় সড়ক অবরোধ

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৭ মে || বন্যহাতির আক্রমণের হাত থেকে পরিত্রান পাওয়ার দাবীতে জাতীয় সড়ক অবরোধ করল এলাকাবাসী। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে প্রায় এক ঘন্টা পর অবরোধ মুক্ত হয় আসাম আগরতলা জাতীয় সড়ক। ঘটনা শনিবার সকাল আনুমানিক ৯টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন জারুইলং বাড়ি এলাকায়। জানা যায়, চাকমাঘাট এলাকায় বিশেষ করে ভুমিহীন কলোনি এলাকায় প্রায় নিত্যদিনেই বন্য হাতির আক্রমণের শিকার হচ্ছে এলাকাবাসী। ঘরবাড়ি ভাংচুর, ক্ষেতের ফসল নস্ট করা সহ আক্রান্ত হচ্ছেন মানুষও। বিগত কিছুদিন পূর্বে বন্য হাতির আক্রমণে একব্যক্তির মৃত্যুও হয়েছে। স্থানীয় বন দপ্তরের কোন স্থায়ী করতে পারছেনা। গত রাতেও বণ্য হাতি ভুমিহীন কলোনি এলাকার আক্রমণ চালায়। এলাকার মানুষেরা রাতের খাওয়া দাওয়া ফেলে নিজেদের বাড়িঘর ছেড়ে কোন প্রকার পালিয়ে বাঁচে হাতির আক্রমণের হাত থেকে। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এর পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ভুমিহীন কলোনি এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে একটা স্থায়ী সমাধানের দাবীতে জাতীয় সড়ক অবরোধ করে বলে জানা যায়। তাদের দাবী বন দপ্তর যেন এলাকাবাসীকে হাতির আক্রমণের হাত থেকে রক্ষা করতে বিশেষ উদ্যোগ গ্রহন করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হিয় বন দপ্তরের আধিকারিককে। পরে পুলিশি হস্তক্ষেপে দপ্তরের তরফ থেকে সমাধানের ব্যবস্থা গ্রহনের আশ্বাসে প্রায় ঘন্টা খানেক পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*