ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন ও রক্তদান শিবির অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে || শনিবার ওএনজিসি মহিলা সমিতি’র বেস অফিস কমপ্লেক্সে ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অফ ত্রিপুরার “প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩” অনুষ্ঠিত হয়। এদিন আগরতলায় তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) এসেট অডিটোরিয়াম হলে আয়োজিত এই সন্মেলনের পাশাপাশি এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে এই স্বেচ্ছায় মহতী রক্তদান শিবিরের শুভ সূচনা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধূরী।
এদিন মন্ত্রী সুশান্ত চৌধূরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অফ ত্রিপুরা এর “প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩” সংগঠনের সকল সদস্য-সদস্যাদের সাংগঠনিক জীবনে শুধুই মিলন মেলা নয়, আড়ম্বরপূর্ণ উদযাপনও হয়। সম্মেলনের এই মহতী মঞ্চ এই সংগঠনের সাথে যুক্ত সকল সদস্য-সদস্যাদের সংগ্রাম-আন্দোলনের সর্বোচ্চ মঞ্চ। নিজেদের সামাজিক দায়বদ্ধতা পালনের মঞ্চ, নীতিনির্ধারণের মঞ্চ। চলমান পরিস্থিতির পর্যালোচনার মাধ্যমে, নৈতিক অবস্থান স্থির রেখে সংগঠনের স্বার্থে নিরলস পরিশ্রমের মাধ্যমে লক্ষ্যে পৌঁছানোর অনুশীলনের, প্রস্তুতির মঞ্চ। নিজেদের আত্মসমালোচনার মধ্যে দিয়ে এখানে আপনারা যেমন নানা ধরণের সঙ্কীর্ণতার বিরুদ্ধে আপনাদের অবস্থান স্পষ্ট করার সুযোগ পাবেন, তেমনি আপনাদের সংগঠনের ত্রুটি, বিচ্যুতি যদি কিছু থাকে তা পরিহার করার বিষয়েও আন্তরিকতার সাথে সচেষ্ট হতে পারবেন। আন্তর্জাতিক, জাতীয় বা রাজ্য পরিস্থিতির পর্যালোচনা যা আপনাদের এই সম্মেলনে স্থান পেয়েছে, তার থেকে পক্ষে-বিপক্ষে বিভিন্ন বিষয় পর্যালোচনা করে আপনাদের এগিয়ে যেতে হবে, অবশ্যই নিজেদের ঐককে অটুট রেখে, সব ধরনের সঙ্কীর্ণতার ঊর্ধ্বে উঠে। মন্ত্রী বলেন, জাগ্রত বিবেক নিয়ে নিজেদের সংগঠনের স্বার্থে ও জনকল্যাণে আপনাদের সংগঠনের অতন্দ্রপ্রহরী আমাদের উপদেষ্টা ও পূর্বসুরীরা যে নিদর্শন রেখেছেন তার দায়িত্বভার আজ আপনাদের নিজেদের কাঁধে তুলে নিতে হবে। অনেক সময় বিভিন্ন ধরনের প্ররোচণা আসবে, আপনাদের ভাঙার চেষ্টা হবে কিন্তু আদর্শনিষ্ঠ, চেতনায় উদ্বুদ্ধ হয়ে যে ইস্পাতকঠিন সংগঠন আপনারা গড়ে তুলেছেন তাকে আপনারা সকলে মিলে অক্ষুন্ন রাখবেন, এই বিশ্বাস, এই প্রত্যয় নিয়ে কাজ করে যাবেন। তিনি বলেন, আপনাদের সংগঠনের প্রত্যেক সদস্য বন্ধুর সাথে সংগঠনের শীর্ষ নেতৃত্বের সুদৃঢ় বন্ধন গড়ে তুলতে হবে, কারণ ঐক্যের সম্প্রসারণের কোন বিকল্প নেই। সুদৃঢ় ঐক্যের মধ্যে দিয়েই, নিরন্তর এবং নিবিড় যোগাযোগের মাধ্যমেই আগামী দিনে আপনাদের সংগঠন এগিয়ে যাবে, এই শুভেচ্ছা ও শুভকামনা রইল। মন্ত্রী বলেন, পাশাপাশি আজকের এই মহতী রক্তদান শিবিরে যাঁরা স্বেচ্ছায় রক্তদান করেছেন ও রক্তদান করার জন্য নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন তাঁদের সকলকে আমার হৃদয়ের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
এদিন অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যের বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্যী, ১৪-বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মীণা রানী সরকার, ৩০-বাগমা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া, ওএনজিসি’র এক্সিকিউটিভ ডিরেক্টর তথা এসেট ম্যানাজার তরুণ মালিক, ওএনজিসি’র জিজিএম তথা এসেট ম্যানাজার কৃষ্ণা কুমার, ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অফ ত্রিপুরা’র সভাপতি নিতাই দেবনাথ, সাধারণ সম্পাদক বীরচন্দ্র দেববর্মা সহ অন্যান্য অতিথিরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*