আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মে || পল্লীমঙ্গল ওপেন রোভার ক্রু ও ওল্ড আগরতলা স্কাউটস এন্ড গাইডস ইউনিটের যৌথ উদ্যোগে তিন দিন ব্যাপী এক ইউনিট লেভেল রোভার এন্ড রেঞ্জার স্ট্যান্ডার্ড জাজইং ক্যাম্প এর আয়োজন করা হয়। রবিবার তার অন্তিম দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫-খয়েরপূর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ৫-খয়েরপুরের চেয়ারম্যান বিশ্বজিৎ শীল ও ত্রিপুরা স্টেট ভারত স্কাউটস এন্ড গাইডসের অধিকর্তা দুলাল দেবনাথ সহ অন্যান্যরা। এই তিন দিন ব্যাপী ক্যাম্পে রাণীবাজার স্কাউটস এন্ড গাইড এর সদস্যরাবএবং এই ক্যাম্পে রানীবাজার স্কাউটস এন্ড গাইড উনিট প্রথম স্থান অধিকার করে।