গোপাল সিং, খোয়াই, ২৮ মে || ত্রিপুরা শিশু সুররক্ষা অধিকার কমিশনের উদ্যোগে খোয়াই বেহেলাবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক স্বাস্থ্য শিবির আয়োজন করে। উক্ত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারপার্সন জয়ন্তি দেববর্মা, খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ রাজেশ দেববর্মা। হাসপাতালের মেডিকেল অফিসার সফলভাবে এই শিবিরটি সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ ব্যক্ত করেছেন।