জাতীয় ডেস্ক ।। তাজমহল হিন্দু মন্দির! সপ্তদশ শতকের ঐতিহাসিক সৌধের মালিকানা নিয়ে পেশ করা পিটিশনে এমনই দাবি করেছিলেন জনৈক হরি শংকর জৈন ও আরও ৫ জন। পিটিশনে তাজমহলের মালিকানা হিন্দুদের হস্তান্তরের দাবিও করেছিলেন তারা। কিন্তু দায়রা আদালত তাজমহল হিন্দুদের, এই বক্তব্য স্বীকার করেনি,। পিটিশনটিই খারিজ করে দিয়েছে।
আবেদনকারীদের কৌঁসুলি রাজেশ কুলক্ষেত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, গতকাল আদালত পিটিশনটি বিবেচনার জন্য গ্রহণেই রাজি না হয়ে খারিজ করে দিয়েছে।তবে হাল ছাড়ছেন না তাঁরা।কুলক্ষেত্র বলেছেন, আমরা এবার এলাহাবাদ হাইকোর্টে যাব।আমাদের দৃঢ় বিশ্বাস, সেখানে পিটিশনটি যুক্তির ভিত্তিতে বিবেচনার জন্য গৃহীত হবেই।
কিন্তু কীসের ভিত্তিতে তাজমহলকে হিন্দু মন্দির বলে দেখানোর চেষ্টা? কুলক্ষেত্রর দাবি, তাজমহল আসলে একটি শিবমন্দির। ভগবান অগ্নেশ্বর মহাদেবকে উত্সর্গ করা হয়েছিল তাজমহল।এর সমর্থনে যথেষ্ট তথ্যপ্রমাণও আছে। মুঘল যুগের অন্যতম সেরা কীর্তিকে হিন্দুদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি মুসলিমদের ওখানে প্রার্থনা করা থেকে বিরত রাখার দাবিও করা হয়েছিল পিটিশনে।