পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই, শেষ দু’বলে ছক্কা-চার মেরে চেন্নাইকে ম্যাচ জেতান জাদেজা

খেলাধুলা ডেস্ক, আমেদাবাদ, ৩০ মে || পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই। শুরুতে ব্যাট করে গুজরাট টাইটানসের ৪ উইকেটে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। বৃষ্টির জন্য চেন্নাইয়ের জয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানে। চেন্নাই ম্যাচের একেবারে শেষ বলে ৫ উইকেটের জয় ছিনিয়ে নেয়। ১৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭১ রান তুলে ফের আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। এই নিয়ে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। তারা সব থেকে বেশিবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে মুম্বইয়ের রেকর্ড ছুঁয়ে ফেলে।
শেষ ওভারের প্রথম বলে কোনও রান খরচ করেননি মোহিত শর্মা। দ্বিতীয় বলে ১ রান নেন দুবে। তৃতীয় বলে ১ রান নেন জাদেজা। চতুর্থ বলে ১ রান নেন দুবে। সুতরাং, জয়ের জন্য শেষ ২ বলে ১০ রান দরকার ছিল চেন্নাইয়ের। পঞ্চম বলে ছক্কা মারেন জাদেজা। জয়ের জন্য শেষ বলে চার রান দরকার চেন্নাইয়ের। শেষ বলে চার মেরে চেন্নাইকে ম্যাচ জেতান জাদেজা।
উল্লেখ্য, বৃষ্টির জন্য রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। ম্যাচ গড়ায় রিজার্ভ ডে’তে। যদিও সোমবারও আমদাবাদে বৃষ্টির সম্ভাবনা ছিল এবং সেই সম্ভবনা সত্যি প্রমাণিত হয়। ক্রিকেটপ্রেমীরা আশঙ্কায় ছিলেন চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানস ম্যাচ নির্বিঘ্নে আয়োজিত হওয়া নিয়ে। শেষমেশ দ্বিতীয় ইনিংসে ওভার কমিয়ে ম্যাচ খেলা হয় এবং ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই দেখা যায় মোতেরায়। শেষমেশ মহেন্দ্র সিং ধোনিরা নিজেদের পঞ্চম আইপিএল খেতাব হাতে তোলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*