আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মে || ভারতীয় জনতা পার্টির ১৮-সূর্যমনিনগর কার্য্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তথা সেবা, সুশাসন এবং গরীব কল্যাণের নবম বর্ষপূর্তির বিশেষ দিনে মঙ্গলবার আমতলী বাজারস্থিত কমিউনিটি হলে ভারতীয় জনতা পার্টির ১৮- সূর্যমনিনগর মন্ডলের উদ্যোগে এই কার্য্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিধায়ক রামপ্রসাদ পাল সহ আরো অন্যান্যরা।
এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, উন্নয়ন এবং সুশাসনের এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে আরও বেশি সমর্থন দিয়ে শক্তিশালী করতে দৃঢ় সংকল্পবদ্ধ কার্যকর্তাগণ।