আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে || তিন দফা দাবি নিয়ে বুধবার রাজধানীর শিবনগর আমরা বাঙালীর দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। বুধবার এই বিক্ষোভ কর্মসূচী থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমরা বাঙালীর সচিব গৌরাঙ্গ রুদ্রপাল জানান, তিন দফা দাবিগুলোর মধ্যে মূল দাবী হলো রাইয়া বাড়ীতে উচ্ছেদ হওয়া সমস্ত বাঙালি পরিবারগুলোকে পূর্ণ ক্ষতিপূরণ ও নিরাপত্তা দিয়ে স্বস্থানে পূর্ণবাসনের ব্যবস্থা করতে হবে।