আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে || বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে নিগমের সমস্ত ওয়ার্ডের কর্পোরেটর ও নিগমের অধিকারীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকের মূল বিষয় ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ঘর বিতরণ করা হয়েছে সেগুলোর নির্মাণ প্রক্রিয়া খতিয়ে দেখা। পাশাপাশি এদিন বৈঠকে এছাড়াও বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে নানা কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ সহ আধিকারিকরা।