আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে || রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের অন্তর্গত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং বর্তমান অবস্থা নিয়ে আয়োজিত হয় একদিনের কর্মশালা। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকনির্দেশনায়, গ্রামীণ এলাকার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। যার ফলস্বরূপ, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফল পৌঁছে যাচ্ছে রাজ্যের প্রতিটি জনপদে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের নবম বর্ষপূর্তিতে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সাফল্যের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।