মন্ত্রীর উপস্থিতিতে ক্রিকেট ফাইনেল ম্যাচ অনুষ্ঠিত

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০১ জুন || জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের মুক্তিদাতা জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের এলাকাবাসীর জনপ্রিয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অপর এক মুক্তির কান্ডারী তথা বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের পাশাপাশি চাইছে জোলাইবাড়ী বিধানসভাকে নেশামুক্ত বিধানসভা হিসাবে গঠন করতে। উনারা রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দিবারাত্র কাজ করে যাচ্ছেন। উনাদের চিন্তাভাবনাকে সাফল্যমন্ডীত করতে বিশেষ ভূমিকা পালন করছে জোলাইবাড়ী বিজেপি’র যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌধুরী। যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌধুরীর উদ্দ্যোগে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের যুব সমাজকে নেশার কবলগ্রাস থেকে মুক্তি দিতে কাজ করে যাচ্ছে যুবসমাজ। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও মন্ডল সভাপতি অজয় রিয়াং বিগত দিনে নির্বাচনের পূর্বে হাতেগোনা কিছুদিন রাজনীতি করেছেন। উনাদের প্রচেষ্টায় জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র বামেদের অপশাসন থেকে মুক্তি পেয়েছে। বর্তমানে উনারা রাজনীতি না করে জনসেবায় কাজ করে যাচ্ছেন। বর্তমান সময়ে যুবসমাজ নেশার কবলগ্রাসে নিজেদের জীবন ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। বিগত বাম আমলে যুব সমাজকে নেশায় আশক্ত করে রাজনীতির কাজে লাগিয়ে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। বর্তমান সময়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, মন্ডল সভাপতি অজয় রিয়াং, যুব মোর্চার সভাপতি কেশব চৌধুরী যুবসমাজকে ভালো রাস্তায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন। যুব সমাজ যেন নেশায় আশক্ত না থেকে খেলাধূলায় অংশগ্রহন করে তারই প্রচেষ্টা করা হচ্ছে। উনাদের চিন্তা ভাবনা খেলাধূলার মাধ্যমে শারিরীক ও মানসিক বিকাশ ঘটবে। অপরদিকে হয়তোবা খেলাধূলায় জোলাইবাড়ী বিধানসভা জাতীয় স্তরে সুনাম অর্জন করতে পারে। এইসকল প্রচেষ্টা বিগত দিনে দেখা যায়নি। মন্ত্রীর এই আদর্শকে পাথেয় করে বৃহস্পতিবার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের স্বদেশনগর এলাকায় ইউনিভার্সেল ইয়ুথ সোসাইটির উদ্দ্যোগে এক ক্রিকেটের ফাইনেল ম্যাচ অনুষ্ঠিত করা হয়। বিগতদিনে ১১টি ক্রিকেট টিম এই খেলায় অংশগ্রহন করে। এই ফাইনেল ম্যাচে ইয়াকথু বনাম ভোলানাথ এলিভেনের মধ্যে খেলা হয়। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও মন্ডল সভাপতি অজয় রিয়াং নিজে ব্যাট হাতে নিয়ে খেলার শুভ সূচনা করেন ও খেলোয়ারদের উৎসাহিত করেন। এই খেলার ফলাফলে ইয়াকথু ১২ ওভারে ৬ উইকেটে ১২১ রান করেন ও অপরদিকে ভোলানাথ এলিভেন ১২ ওভারে অল উইকেটে ৬৯ রান করেন। এই খেলায় জয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া এদিন সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে যুবসমাজকে নেশা থেকে দূরে থেকে খেলাধূলায় এগিয়ে আসার জন্য বিশেষ আহব্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*