আন্তর্জাতিক ডেস্ক ।। বিদ্রোহীদের হামলায় শুক্রবার সকালে করাচিতে দুই পুলিশ সদস্য নিহতের পর পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচিতে পুলিশি অভিযানে চার বিদ্রোহী নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, শুক্রবার বিকেলে ওই অভিযান চালানো হয়। খবর সিনহুয়ার।
অভিযান শুরু করে পুলিশ। শহরের গুলশান-ই-মিয়ামার এলাকায় বিদ্রোহীরা রয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় বিদ্রোহীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে চার বিদ্রোহী নিহত হয়।
এ ঘটনায় কোনো পুলিশ সদস্য হতাহত হয়েছে কি না তা উল্লেখ করা হয়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতরা একটি নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী সংগঠনের সদস্য। তবে কোনো সংগঠনের নাম উল্লেখ করা হয়নি। এ ছাড়া ওই বিদ্রোহীরা টার্গেট কিলিং, বোমা হামলা ও শহরে চাঁদাবাজি করত বলে দাবি করেছে পুলিশ।
অভিযানকালে বিদ্রোহীদের ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর আগে একই দিন করাচির কয়েকটি অঞ্চলে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় বিদ্রোহীরা। এতে দুই পুলিশ নিহত ও ১৩ জন আহত হন।