বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০১ জুন || লোকজনদের সুস্থ রাখতে ও গ্রাহকরা যাতে প্রতারিত না হয় তা লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে শান্তিরবাজার মহকুমা প্রসাশন। শান্তিরবাজার মহকুমা প্রসাশনের উদ্দ্যোগে বিগতদিনেও শান্তিরবাজার মহকুমার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। এই অভিযানের মাধ্যমে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়। ওজন পরিমাপ দপ্তরের উদ্দ্যোগে গ্রাহকরা যাতে প্রতারিত না হয়, তার জন্য মহকুমার সবকয়টি দোকানে ওজন পরিমাপের সামগ্রীগুলি সঠিক রয়েছে কিনা তা জাচাই করা হয়। যাদের এই ওজন পরিমাপের মেশিন ও দাড়িপাল্লা সঠিক নেই তাদের প্রতি আইনি পদক্ষেপ নেওয়া হয়।
অপরদিকে খাদ্য দপ্তরের উদ্দ্যোগে যেসকল দোকানে কমারশিয়াল গ্যাসের সিলিন্ডারের জায়গায় ডোমেষ্টিক গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয় তাদের প্রতি আইনি পদক্ষেপ গ্রহন করা হয়। এদিন ডি সি এম মনোজ কুমার পাল, খাদ্য দপ্তরের কর্মী শিবশঙ্কর মজুমদার ও ওজন পরিমাপ দপ্তরের আধিকারিক চুনিলাল গোস্বামীর যৌথ উদ্দ্যোগে শান্তিরবাজার মহকুমার গার্ধাং বাজার, কাঞ্চন নগর বাজার ও জেলা হাসপাতালের সামনে যেসকল দোকানপাঠ রয়েছে সেগুলির মধ্যে বিশেষ অভিযান চালনো হয়। এই অভিযানের মাধ্যমে যেসকল দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী রয়েছে, যেসব দোকানে ডোমেষ্টিক গ্যাসের সিলিন্ডার ব্যবহার করছে ও যে সকল দোকানে ওজন পরিমাপের মেশিন সঠিকনেই তাদের প্রতি আইনি পদক্ষেপ নেওয়া হয়। এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান ডি সি এম মনোজ কুমার পাল। তিনি জানান, এইধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে।