আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুন || টাউন প্রতাপগড় গ্যান্ডডিওজ ক্লাব সংলগ্ন শ্রী শ্রী রাধামদনমোহন জীউ মন্দিরের শুভ শিলান্যাস করা হয় বৃহস্পতিবার। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রভুপাদ নিত্যানন্দ গোস্বামী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমুখ। জানা যায়, এই আশ্রম বাড়িটি তৈরি হবে পাঁচতলা বিশিষ্ট। পরিচালনায় থাকবে নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা।