আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুন || উদয়পুর রাজারবাগ বাস স্ট্যান্ড থেকে সোনামুড়া পর্যন্ত বাস পরিষেবার উদ্বোধন করলেন মন্ত্রী প্রনোজিৎ সিংহ রায়। এদিন উদয়পুরস্থিত রাজারবাগ বাস স্ট্যান্ড আয়োজিত এক অনুষ্ঠানে সবুজ পতাকা নেড়ে এই বাস পরিষেবার উদ্বোধন করেন তিনি। জানা যায়, রাজারবাগ বাস স্ট্যান্ড থেকে সোনামুড়া পর্যন্ত বাসটি শালগরা ও শিলাঘাটি ভায়া যাবে। এদিন এই বাস পরিষেবার উদ্বোধন করে মন্ত্রী প্রনোজিৎ সিংহ রায় বলেন, গণপরিবহন ব্যবস্থাকে উন্নত করার ক্ষেত্রে রাজ্য সরকারের ইতিবাচক মানসিকতার অন্যতম প্রতিফলন এটি।