আন্তর্জাতিক ডেস্ক ।। সৌদি নেতৃত্বাধীন যৌথবাহিনী ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। রাজধানী সানায় শুক্রবার রাতব্যাপী বিমান হামলা চালানো হয়। শনিবার ভোরে হামলা বন্ধ হয় বলে রাজধানীর বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
সানার এক বাসিন্দা জানান, ‘রাতব্যাপী যুদ্ধবিমানের হামলা অব্যাহত ছিল। ভোরে হামলা বন্ধ হয়।’
রাজধানীর পশ্চিম দিকে সরকারের ন্যাশনাল গার্ডের ঘাঁটির কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন তিনি।
ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদরাবো মানসুর আল-হাদির সমর্থনে হুথি বিদ্রোহীদের দমনে সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় দেশগুলো বৃহস্পতিবারও হামলা চালিয়েছে। সূত্র : রয়টার্স।