বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৩ জুন || কুষারঘাট তরুন সংঘ প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচী করে থাকে। রাজ্যে রক্তের সল্পতা মেটাতে রক্তদানে এগিয়ে আসার জন্য বিশেষ আহব্বান জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। অপরদিকে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া রক্তদানে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে রাজ্যের বিশেষ একটি জায়গায় পৌঁছানোর প্রয়াস চালিয়ে যাচ্ছে। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে বিগতদিনেও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অনেক সংস্থা রক্তদানে এগিয়ে আসে। আজকের দিনেও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার ডাকে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে আসলো কুশারঘাট তরুন সংঘ। শনিবার এই রক্তদান শিবিরের শুভসূচনা করলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস, শান্তিরবাজার মহকুমার অতিরিক্ত মহকুমাশাসক বিপুল দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রক্তদানের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করেন। মন্ত্রী উনার বক্ত্যের মাধ্যমে জানান, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। লোকজন অসুস্থ হলে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করা সম্ভব। প্রয়োজনীয় ঔষধ ক্রয় করা সম্ভব, নার্সের পরিষেবা উন্নয়ন করা সম্ভব কিন্তু রক্তের প্রয়োজন হলে রক্ত ক্রয় করা সম্ভব নয়। রক্তের চাহিদা মেটাতে ও চিকিৎসা পরিষেবা সঠিকভাবে বজায় রাখতে লোকজনের সহযোগীতা প্রয়োজন। তাই রক্তদানের মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নে সার্বিক সহযোগীতা করার জন্য বিশেষ আহব্বান জানান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রী উনার বক্ত্যের মাধ্যমে বাল্য বিবাহ বন্ধ করার জন্য ক্লাব কতৃপক্ষ ও সকল অংশের লোকজনদের প্রতি বিশেষ আহব্বান জানান।