বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৩ জুন || শনিবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার এস এস বি ক্যাম্প এলাকায় কমিউনিটি হলে বিজেপি’র মহিলা মোর্চার উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় অঙ্গনওয়াড়ি পরিবার মিলন কর্মসূচী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালের নবমবর্ষ পূর্তি উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভসূচনা করলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। উদ্ভোধকের পাশাপশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী মন্ডলের মন্ডল সভাপতি অজয় রিয়াং ও যুবদের আইকন তথা যুবমোর্চার মন্ডল সভাপতি কেশব চৌধুরী সহ মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্বরা।
এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন। মন্ত্রী জানান উনাদের সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গাছের তলায় বসে পরতে হতো, খাওয়ার জন্য বিশুদ্ধ জল ছিলো না। নদী নালার জল দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুরী রান্না করা হতো। লেখাপড়া করার সময় তীব্র গরম থেকে বাচার জন্য পাখা ছিলোনা। বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চেহেরা পাল্টিয়ে দিয়েছে। এখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সমস্ত প্রকারের সুযোগ সুবিধা পাওয়া যায়। তাই মন্ত্রী এই বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাজের প্রসংশা করেছেন। এই অনুষ্ঠানে মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।