ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের ৭০’তম প্রতিষ্ঠা দিবস পালিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন || রবিবার যথাযথ মর্যাদার সাথে ভারতের জাতীয় মহিলা ফেডারেশন (NFIW) ৭০’তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সংগঠনের রাজ্য দপ্তর কৃষ্ণনগরস্থিত বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবনে। এই উপলক্ষে সকালে ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সম্পাদিকা জয়া বিশ্বাস। তারপর শহীদ বেদিতে মাল্যদান করেন জয়া বিশ্বাস, উর্মি বোস এবং কর্মী সমর্থকরা।
উল্লেখ্য, আজকের দিনে ১৯৫৪ সালে কলকাতায় দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা মহিলা সংগঠনগুলি একত্রিত হয়ে দেশের মাটিতে প্রথম কোনো সংগঠিত নারী সংগঠনের জন্ম দেয় ভারতের জাতীয় মহিলা ফেডারেশন নাম। জন্মলগ্ন থেকেই NFIW মহিলাদের অধিকারের ব্যাপারে সংগ্রাম করে যাচ্ছে যার মধ্যে উল্লেখ্য হল সংসদে সংগঠনের বর্ষিয়ান নেত্রী সাংসদ গীতা মুখার্জির নেতৃত্বে আইনসভায় মহিলাদের ৩৩% সংরক্ষণ বিল পেশ করা। বর্তমানে সংগঠন মহিলাদের জন্য আইনসভায় ৫০% দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছে সারা দেশে।
এদিকে NFIW ৭০’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন দিল্লীর কনস্টিটিউশন ক্লাবে ৭০’তম বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হয়েছে কুস্তিগিরদের সমর্থনে এক বিশাল কনভেনশনের মাধ্যমে। সারা দেশ থেকে প্রতিনিধিরা এই কনভেনশন যোগ দিয়েছেন। ত্রিপুরা থেকে কনভেনশনে যোগ দিয়েছেন NFIW রাজ্য সভানেত্রী তুলসী দাস কপালি এবং NFIW নেত্রী জয়ন্তী সরকার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*