আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন || তিন দিনের সফরে ত্রিপুরায় আসছেন কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। সোমবার তিনি রাজ্যে আসবেন বলে জানা গেছে। সফরকালে তিনি ধলাই জেলার আমবাসা এবং খোয়াই জেলার কৃষ্ণপুর ও খোয়াই সফর করবেন এবং দলীয় নেতা ও কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বৈঠক করবেন।
সফরকালে কেন্দ্রীয় মন্ত্রী ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং জনজাতি সুবিধাভোগী সম্মেলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বিকাশ তীর্থ আগরতলা-বাংলাদেশ রেল প্রকল্পও পরিদর্শন করবেন, যা উভয় দিকেই বহুলাংশে সম্পন্ন হয়েছে। এই রেল সংযোগ চালু হওয়ার পর আগরতলা ও কলকাতার মধ্যে যাতায়াতের সময় ৩১ ঘণ্টা থেকে কমে ১০ ঘণ্টা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ৯ বছরের সাফল্যের বিষয়ে রাজীব চন্দ্রশেখর সাংবাদিকদের সাথেও কথা বলবেন।
এটি রাজীব চন্দ্রশেখরের দ্বিতীয় সরকারি সফর। গত বছর আগস্টে স্বাধীনতা দিবস উদযাপনের আগে আগরতলা থেকে ৪০ কিলোমিটার দূরে তেলিয়ামুড়ায় তিরঙ্গা র্যালিতে যোগ দিতে ত্রিপুরায় এসেছিলেন তিনি। আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক শুরু করা হর ঘর তিরঙ্গা আন্দোলনের অংশ ছিল এটি।
জানা যায়, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ৭ই জুন দিল্লীতে ফিরে যাবেন।