সাগর দেব, তেলিয়ামুড়া, ০৪ জুন || উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে তিপ্রা মথা দলে ভাঙ্গন অব্যাহত। রবিবার ২৯-কৃষ্ণপূর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত টুইথাম্পুই এলাকাতে জনজাতি মোর্চার উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় তিপ্রা মথা দল ত্যাগ করে ১৬ পরিবারের ৪৬ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে বিজেপি দলে স্বাগত জানায় ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এই যোগদান সভায় মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন এমডিসি বিদ্যুৎ দেববর্মা, সভাপতি অধি সাদান জামাতিয়া, মন্ডল সাধারণ সম্পাদক ওয়াকারই মোলসম সহ মন্ডল নেতৃবৃন্দরা।
অন্যদিকে একই দিনে ২৯-কৃষ্ণপুর মানিক বাজারের হরিরামকামির মধ্যে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় ১৩ পরিবারের ৪৬ জন ভোটার তিপ্রা মথা দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। এই যোগদান সভা সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্য যেভাবে উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে তা প্রতক্ষ করেই এই ভোটাররা বিজেপি দলে যোগদান করেছেন। এদিন তিনি আশা ব্যক্ত করেন যে, আগামী দিনেও এইভাবে ভোটাররা বিজেপি দলে যোগদান করবেন এবং ২০২৪-এ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন। এই সভাগুলোতে যোগদানকারী সকলের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।