২৮ মার্চ ।। যোগগুরু রবিশঙ্করের আর্ট অফ লিভিংয়ের দফতরে এবার হুমকি চিঠি দিল আইসিস জঙ্গিরা। সংগঠনের মালয়েশিয়া দফতরের আধিকারিকরা সম্প্রতি ওই চিঠি পেয়েছেন। গতকাল মালয়েশিয়ায় পৌছেছেন রবিশঙ্কর।
যোগগুরুর ঘনিষ্ঠমহল সূত্রের খবর, কয়েকদিন আগে তিনি কম্বোডিয়ায় থাকাকালীন ওই হুমকি চিঠি আসে । মালয়েশিয়ায় আর্ট অফ লিভিংয়ের অধিকর্তা ওই হমকি চিঠি পান। আর্ট অফ লিভিং কর্মসূচি চালিয়ে গেলে ভয়ঙ্কর পরিণতির হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে। আর্ট অফ লিভিং সূত্রের খবর,বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তদন্ত চলছে।