বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৪ জুন || আগামী ২০শে জুন ভগবান জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হবে। দক্ষিন ত্রিপুরা জেলায় সবচেয়ে বড় আকারে রথযাত্রা বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জীউ মন্দিরে হয়ে থাকে। মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাসের উদ্দ্যোগে এই রথযাত্রা বড় আকারে অনুষ্ঠিত করা হয়ে থাকে। রথযাত্রার পূর্বে রবিবার সমস্ত ধর্মীয় রীতিনিতি মেনে বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জীউ মন্দিরে ভগবান জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯ ঘটিকা থেকে শুরু হয় স্নানযাত্রা। এই স্নানযাত্রাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপকহারে ভক্তদের সমাগম ঘটে। স্নানযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন এই সমস্ত কর্মসূচী ও আগামী রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচীর কথা সংবাদমাধ্যমকে জানালেন মন্দিরের প্রভুজি করুনেশ্বর মাধব দাস।