আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন || ত্রিপুরা ইলেকট্রনিকস রিক্সা শ্রমিক সংঘের উদ্যোগে রবিবার রাজধানীর দুরজনগর স্কুল হল ঘরে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের এই সন্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ কুমার দাস, কর্পোরেটর সুপর্ণা দেবনাথ, উত্তর পূর্বাঞ্চলের প্রভারী রাজু বণিক, শ্রমিক সংঘের সম্পাদক অমল গোপ, সভাপতি বিপুল দাস প্রমুখ।