আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন || কলেজটিলাস্থিত বিবেকানন্দ সংঘের উদ্যোগে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী ও অন্যান্যরা। এই কর্মসূচিতে ক্লাবের পক্ষ থেকে ১০,০০১ টাকার চেক মুখ্যমন্ত্রী ত্রান তহবিলের জন্য তুলে দেওয়া হয়।
পাশাপাশি এদিন রাজধানীর বড়দোয়ালী যুবক সংঘের উদ্যোগে আয়োজিত হয় আরেকটি রক্তদান শিবির। এই রক্তদান শিবিরেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান মহৎ দান। এই ভাবনায় রক্তের স্বল্পতা দূরীকরণে বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থা যেভাবে এগিয়ে এসেছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, রক্তদান জীবনদানেরই সমার্থক, রক্তদানের মাধ্যমে আমরা মুমূর্ষু রোগীর প্রান বাঁচাতে পারি।