আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন || রবিবার আগরতলার বড়দোয়ালীস্থিত স্বামী বিবেকানন্দ ক্লাবে এম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হয়। ৮নং বিধানসভা কেন্দ্রের বিধায়ক উন্নয়ন তহবিলের আর্থিক সহায়তায় এই এম্বুলেন্স প্রদান করা হয় স্বামী বিবেকানন্দ ক্লাবকে। এদিন এই এম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন ৪০নং পুর ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধূরী, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সরয়ু চক্রবর্তী প্রমুখ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমৃদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন ক্লাবের ভূমিকা অপরিসীম। সামাজিক কাজের পাশাপাশি, একপ্রকার মিনি গভর্নমেন্ট হিসাবে কাজ করে বিভিন্ন ক্লাব।