আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুন || বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে এক বাইসাইকেল র্যালীর আয়োজন করা হয়। সোমবার এই বাইসাইকেল র্যালীটি টি সি এল অফিস থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরিবেশের উপর জনসচেতনতা বৃদ্ধি করতেই এই বাইসাইকেল র্যালীর আয়োজন।