আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুন || ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। গোটা বিশ্বের সঙ্গে রাজ্যেও দিনটি পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে সোমবার রাজধানীর সিটি সেন্টারের সামনে পথচারী মানুষদের মধ্যে বৃক্ষ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দে, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা।