দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৮ মার্চ ।। রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসাহ উদ্দীপনায় এবং ভক্তের আকুল পার্থনায় হচ্ছে বাসন্তি পুজো। শহরের রাধানগরে জনৈক বিভাস সাহার বাড়ীতে বাসন্তি পূজো রীতি মতো রেকর্ড সৃষ্টি করেছে। জানাগেছে বিভাস বাবুর বাড়ীতে বাসন্তি পূজো এবার ১৮ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ সময় ধরে গৃহস্থের ঘরে মায়ের পূজোতে কি ফল মিলেছে তা মাই জানে আর জানেন গৃহস্থ। ঐতিহ্যবাহী এই পূজো ১৮ বছরে পদার্পণ করায় বিভাস বাবু মনুষ্যত্বের দায়বদ্ধতায় সাহায্যের হাত বাড়িয়েছেন সংসারে যাদের কেউ নেই সেই সমস্ত শিশুদের প্রতি। বাসন্তি পূজোর নবমী দিনে বিভাস সাহা আমতলীস্থিত নব প্রান্তিকের অনাথ আবাসিকদের বস্ত্র তুলে দিয়েছেন। সভাবতই অনাথ আশ্রমের আবাসিকদের মুখে হাসি দেখা গেছে। কথায় বলে দানের মত পূণ্য কোনো কিছুতেই হয় না। বাসন্তি পূজোর মধ্য দিয়ে এই বস্ত্র দানও নিশ্চই শ্রী সাহার পূর্ণের ঘরে কিছু না কিছু সঞ্চয় হবে।