বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৫ জুন || বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জের উদ্দ্যোগে মুহুরীপুর এলাকায় অনুষ্ঠিত হয় বৃক্ষরোপন কর্মসূচী। বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে বৃক্ষ রোপনের উপর মন্ত্রীর উপস্থিতিতে মুহুরীপুর রাজ রাজেশ্বরী মন্দিরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সোমবার এই আলোচনা সভার মাধ্যমে গাছ লাগানোর বিশেষ উপকারিতা সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরলেন বক্তারা। বক্তাদের বক্তব্য শেষে মুহুরীপুর ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে বৃক্ষরোপন করলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জার শেখর লোধ সহ অন্যান্যরা।
এই অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়িতিয়া প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সকলকে গাছ লাগানোর জন্য বিশেষ আহব্বান জানান। তিনি জোলাইবাড়ী বিধানসভাকে সবুজ বনায়নে রূপান্তরিত করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছেন। তার পাশাপাশি বনভূমি ধ্বংস থেকে লোকজনের বিরত থাকার জন্য বিশেষ আহব্বান জানান। সকলে যাতে বন ধ্বংস না করে বনকে ও গাছপালাকে রক্ষনাবেক্ষন করে তার জন্য বিশেষ আহব্বান জানান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। এই অনুষ্ঠানে মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।