আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুন || কেন্দ্রে মোদী সরকারের নয় বছর পূর্তিতে এক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য বিজেপি। তারই অঙ্গ হিসেবে সোমবার বিজেপি মহিলা মোর্চা অঙ্গনওয়ারী ছাত্র-ছাত্রী এবং পরিবারের সদস্যদের সঙ্গে মিলন উৎসবের আয়োজন করে। এদিন রামঠাকুর স্কুল সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের বিস্কিট এবং চকলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মহিলা মোর্চা সভানেত্রী ঝর্না দেববর্মা, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের হাতে বিভিন্ন ধরনের গাছের চারা তুলে দেন।