আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুন || ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেন্ট্রাল জোন আগরতলার মহারাজগঞ্জ বাজারে আগরতলা পুর নিগম এবং মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়ী কমিটির উদ্যোগে এক বিশেষ স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে আগরতলার মহারাজগঞ্জ বাজারে বৃক্ষরোপণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। বৃক্ষরোপণের পাশাপাশি স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে এদিন স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকের এই বিশেষ দিনে, পরিবেশকে নির্মল রাখতে এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে বৃক্ষরোপণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিই হোক আমাদের অঙ্গীকার।