গ্রীষ্মকালীন ছুটিতে এ বি ভি পি’র ফ্রী কোচিং কর্মশালার পরিসমাপ্তি

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৬ জুন || অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সর্বদা ছাত্র ছাত্রীদের স্বার্থে কাজ করে থাকে। এরইমধ্যে গ্রীষ্মকালীন ছুটির মধ্যে দরিদ্র অংশের ছাত্র ছাত্রীদের জন্য জোলাইবাড়ী এম এম গার্লস স্কুলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্দ্যোগে ফ্রী কোচিং সেন্টারের ব্যবস্থা করা হয়। বিগত কিছুদিন আগে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া এই কোচিং সেন্টার পরিদর্শন করেন ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এইধরনের উদ্দ্যোগকে সাধুবাদ জানান। দীর্ঘ ১৬ দিন যাবৎ চলে এই ফ্রী কোচিং সেন্টার। মঙ্গলবার ১৭ দিনে জোলাইবাড়ী এম এম গার্লস স্কুলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই ফ্রী কোচিং এর সমাপ্তি করা হয়। এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরেশ্বরী বিভাগ সংযোজক রাজীব দেব, পিলাক জোলার সংযোজক সানাই বৈদ্য, জোলাইবাড়ী নগর সভাপতি রঞ্জিত মগ, জোলাইবাড়ী নগর সহ সম্পাদক মনিন্দ্র দেবনাথ, প্রদেশ কার্য্যকারিণী সদস্য রাজেশ সাহা, পিলাক জেলার এস এফ এস ইনচার্জ বীরবাহাদুর ত্রিপুরা, পিলাক জেলার আর কে এম ইনচার্জ রুমা সেন সহ অন্যান্যরা।
এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র ছাত্রীদের উন্নয়ন স্বার্থে কি কি কাজ করছেন তার বিস্তারিত তথ্য সকলের সামনে তুলে ধরেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*