সাগর দেব, তেলিয়ামুড়া, ০৬ জুন || বাইক ও অটোরিক্সার মধ্যে সংঘর্ষে আহত হয় দুই। ঘটনা মঙ্গলবার বিকেল নাগাদ আসাম-আগরতলা জাতীয় সড়কের হাওয়াইবাড়ি সি এন জি স্টেশন সংলগ্ন এলাকায়। জানা যায়, তেলিয়ামুড়া থেকে হাওয়াইবাড়ি গামী টড় 06 3006 নম্বরের অটোরিক্সা এবং হাওয়াইবাড়ি থেকে তেলিয়ামুড়া মুখি TR06 8919 নম্বরের মোটর বাইকের সংঘর্ষ ঘটে সি এন জি স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে। এতে বাইকে থাকা দুই জন আহত হয়। এর মধ্যে একজন মহিলাও রয়েছে। এলাকাবাসীর খবরে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মিরা ঘটনাস্থল থেকে আহতদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহতদের সেখানেই চিকিৎসা চলছে বলে জানা যায়।