কর্মকর্তাদের সাথে সাংগঠনিক বৈঠকের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৬ জুন || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের নয় বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী ব্যাপক সাংগঠনিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা সাধারণ কার্যকর্তা সহ সাধারণ মানুষের সাথে মিলিত হয়ে নরেন্দ্র মোদির কার্যকালে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন।
এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসেবে কৃষ্ণপুরে আসলেন সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব তথা দেশের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। শ্রী চন্দ্রশেখর কৃষ্ণপুর অবস্থানকালে চাকমাঘাট কমিউনিটি হলে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নিয়ে যেমন বার্তালাপ করলেন, ঠিক এর পাশাপাশি তেলিয়ামুড়ার মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নিলেন। শ্রী চন্দ্রশেখর দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে আগামী দিনে সংগঠিত ভাবে দলকে তথা সংগঠনকে আরো মজবুত করার আহ্বান রাখলেন। সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করলেন এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নয় বছরের কার্যকালে ভারত অনেক এগিয়ে গেছে, বিশেষ করে নরেন্দ্র মোদির কার্যকালের দৌলতে ভারতের বর্তমান তথা ভবিষ্যৎ অনেকটাই সুগঠিত হয়েছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি। পাশাপাশি এই সময়ের মধ্যে সরকার বিভিন্নভাবে গোটা দেশের আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করে চলেছে বলে চন্দ্রশেখর কৃষ্ণপুরে দাঁড়িয়ে দাবি করলেন। ত্রিপুরা সহ বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে জীবন জীবিকার মানের প্রসারে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার বিগত ৯ বছরে দেশকে নতুন দিশা দেখিয়েছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি। এদিন কৃষ্ণপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সফলকালে অন্যান্যদের মাঝে সামিল ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বিকাশ দেববর্মা, ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি অমিত রক্ষিত, খোয়াই জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সাহা, কৃষ্ণপুরের মন্ডল সভাপতি তপন নমঃ প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*