আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুন || মঙ্গলবার আচমকাই রাজধানীর গুরখাবস্তিস্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কার্যালয়ে পরিদর্শনে গেলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিন সকালে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কার্যালয়ে সারপ্রাইজ ভিজিট করেন মন্ত্রী। জানা যায়, সফরকালে ১১টা ১৫ মিনিটে সংশ্লিষ্ট দপ্তরের মোট চারজন কর্মীকে অনুপস্থিত পেলেন মন্ত্রী। এরমধ্যে একজনকে সাসপেনশন অর্ডার দেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি অপর তিন জনকে শোকজ করার জন্য নির্দেশ দেন মন্ত্রী সুধাংশু দাস।