গোপাল সিং, খোয়াই, ০৭ জুন || খোয়াইতে সিপিআই(এম) ছেড়ে বিজেপি দলে শামিল সুশান্ত গোপ, লিপিকা গোপ, গায়ত্রী চক্রবর্তী, সঞ্জু রায়, প্রদীপ চক্রবর্তী, দীপক চক্রবর্তী, রাধারাণী দেব সহ মোট ৭ পরিবারের ২৫ জন ভোটার। বুধবার ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের চরগণকীস্থিত ৩৮নং বুথে ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় নবাগতদের বরন করেন সভায় উপস্থিত বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, বুথ সভাপতি প্রণব বসু সহ অন্যান্য নেতৃত্বরা।