আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন || কেন্দ্রের মোদী সরকারের সেবা, সুশাসন এবং গরীব কল্যাণের ৯ বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে এক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিতে বুধবার আগরতলার কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি ভিকি প্রসাদ, যুব মোর্চার প্রদেশ মুখপাত্র সহ অন্যান্যরা।